• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তারা জমিদার, রাজা আর আমরা প্রজা : ফখরুল (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ আগস্ট ২০১৭, ১৭:৫১

ক্ষমতার দাপট দেখাতে আগে আওয়ামী লীগের উপনেতা ও পাতিনেতাদের দেখেছি। এখন দেখছি সর্বোচ্চ নেতাও তাদের ভাষায় কথা বলছে।

বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরীতে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সবসময় হুমকি-ধামকি ও ক্ষমতার ভয় দেখিয়ে চলছে। তাদের থেকে এখন প্রধান বিচারপতিও ছাড় পাচ্ছে না।

তিনি বলেন, আওয়ামী লীগ এমন একটা ভাব দেখাচ্ছে যেন এ দেশের মালিক তারা। তারা জোতদার, জমিদার, রাজা আর আমরা সবাই প্রজা।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাই জনগণের বিপদে তারা পাশে এসে দাঁড়ায় না। জনগণকে সেভাবে সাহায্য-সহযোগিতা করে না। আর যেটুকু সাহায্য-সহযোগিতা করতে আসে, তার চেয়ে চুরি করে অনেক বেশি।

বর্তমান সরকার জনগণের ভোটে নয়, বরং জোর করে ক্ষমতায় বসে আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। যে ভোট আপনারা দিতে পারেন নাই, সে ভোট ফের দেয়াতে চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
X
Fresh