• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘প্রধান বিচারপতি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৭, ১৪:২০

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি এ পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির অপসংস্কৃতিপূর্ণ রাজনীতিতে সহায়তা করেছেন প্রধান বিচারপতি। তিনি বিএনপির হাতে এই অসৎ রাজনীতির হাতিয়ার তুলে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, প্রধান বিচারপতি স্বাধীনতাবিরোধী মানুষের সঙ্গে গলা মিলিয়ে কথা বলছেন।

তিনি বলেন, বিএনপির কোনো নিজস্ব রাজনীতি নেই। অন্যের ঘাড়ের ওপর বসে রাজনীতি করে তারা। যেমন এখন করছে ষোড়শ সংশোধনী নিয়ে।

হাছান মাহমুদ বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা খোলস পাল্টিয়ে জঙ্গিবাদের চেষ্টা করছে। বিএনপিকে জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে।

তিনি বলেন, খালেদা জিয়া একসময় হরতাল ও জ্বালাও-পোড়াও কর্মসূচির মাধ্যমে দেশকে অচল করেছেন। এখন ধ্বংসযজ্ঞ চালানোর জন্য লন্ডনে তার ছেলের পরামর্শ নিতে অবস্থান করছেন।

সভায় অন্য বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় আনা হয়েছে। কিছু খুনির শাস্তি কার্যকর হয়েছে। আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh