• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মৌসুমী বায়ুর প্রভাবে আরো ৩-৪ দিন ভারি বৃষ্টি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ আগস্ট ২০১৭, ২২:৩৯

মৌসুমী বায়ুর কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৩ থেকে ৪ দিন ভারি বৃষ্টিপাত হবে।

শুক্রবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মৌসুমী বায়ু ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত ছড়ানো।

যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৬ শতাংশ।

এদিন বাতাসের গতি ছিল ১০ থেকে ১৫ কিলোমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে ২২৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মংলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এমসি/এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh