• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মর্মাহত তুরস্ক

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:১০

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে মর্মাহত হয়েছে তুরস্ক।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে মীর কাসেম আলীকে জামায়াতে ইসলামীর প্রধান অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, আমরা (তুরস্ক) দুঃখের সঙ্গে জানতে পেরেছি, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আমরা আবারো জোর দিয়ে বলছি, এ পদ্ধতিতে অতীতের ক্ষত সারানো যাবে না। তবে আশা করি, এভাবে ফাঁসি দেয়ার ঘটনা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিভেদ বাড়াবে না।

গেল শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মীর কাসেমের ফাঁসি কার্যকর হয়। এরপরই বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়, একাত্তরের ডিসেম্বরের আগে সংঘটিত ‘কথিত’ অপরাধের অভিযোগে ‘ত্রুটিপূর্ণ বিচার’ প্রক্রিয়ায় মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করায় পাকিস্তান গভীরভাবে মর্মাহত। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।

সেই বিবৃতির প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে ডাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কড়া জবাব দেয়।

মানবতাবিরোধী অপরাধে মীর কাসেমসহ এ পর্যন্ত ছয়জনের ফাঁসি কার্যকর হয়েছে।

এইচটি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh