• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের সেরা ১০ ভাষণের মধ্যে অন্যতম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ (ভিডিও)

আতিকা রহমান

  ১০ আগস্ট ২০১৭, ১৫:২০

বিশ্ব ইতিহাসের সেরা ১০ ভাষণের মধ্যে অন্যতম বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। ৭ মার্চ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিটি ভাষণই ছিল অনন্য ও দিক নির্দেশনামূলক। তার প্রতিটি কথায় বাঙালি জাতি খুঁজে পেয়েছে মুক্তির দিশা। সংগ্রামী জীবন ও বলিষ্ঠ নেতৃত্বের জন্য তিনি সমাদৃত হয়েছেন বিশ্ব দরবারে। জাতিসংঘে ভাষণসহ বিদেশি সাংবাদিকদের কাছেও তিনি ছিলেন একজন সুবক্তা ও স্পষ্টভাষী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে মূলত স্বাধীনতার ঘোষণাই নিহিত ছিল। এই ভাষণে বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও সংগ্রামের অভিজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটেছে। এই ভাষণটি শুধু বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ ভাষণ নয়, বিশ্বের সেরা ভাষণগুলোর অন্যতম। যেখানে তিনি পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।’

মুক্তিযুদ্ধের পরিপূর্ণ দিক নির্দেশনা ছিল ঐতিহাসিক এই ভাষণে। তিনি বলেন, ‘প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাক। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।’

শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালের ১০ জানুয়ারির স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণও ছিল অনেক তাৎপর্যপূর্ণ। সেখানে উঠে আসে কারাগারের দুঃসহ জীবন। এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও দেশের প্রতি মমত্ববোধ। সেদিন তিনি বলেন, ‘আমি আজ বক্তৃতা করতে পারব না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দি ছিলাম, ফাঁসিকাষ্টে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায়া রাখতে পারবে না।

বঙ্গবন্ধুর প্রতিটি বক্তব্যেই অনুপ্রেরণার ও দিকনির্দেশনামূলক ছিল। তার কথায় সবসময় প্রকাশ পেয়েছে বাংলাদেশের মানুষের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস। তার প্রতিটি কথায় ফুটে উঠত সোনার বাংলার স্বপ্নের কথা। তিনি স্বাধীন বাংলাদেশে এক ভাষণে বলেন, স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর, তেমনি স্বাধীনতা রক্ষা করা আরো কষ্টকর।’

আন্তর্জাতিক গণমাধ্যমেও শেখ মুজিবের গ্রহণযোগ্যতা ছিল। বিদেশি সাংবাদিকদের বিভিন্ন সময় সাক্ষাৎকার দিয়েছেন দৃঢ়চিত্তে বলিষ্ঠভাবে। বঙ্গবন্ধুর দৃঢ় ব্যক্তিত্ব, সংগ্রামমুখর জীবন, দেশের জন্য আত্মত্যাগ তাকে বিশ্ব নেতায় পরিণত করে।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh