• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজের ঝাঁজ আর কত? (ভিডিও)

মুক্তা মাহমুদ

  ০৮ আগস্ট ২০১৭, ১৪:৪৭

কোরবানির ঈদের বাকি আরো প্রায় এক মাস। অথচ গেলো এক সপ্তাহ ধরে বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। ব্যবসায়ীরা প্রথমে বাড়িয়েছেন ৫ টাকা, এরপর ১০ টাকা এবং এরপর তারও বেশি!

এই হিসাবে সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ১২ টাকা। রাজধানীর পাইকারি বাজারে গেলো সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ২৮ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজ ২৫ থেকে ২৬ টাকা।

অথচ সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ এখন কেজি প্রতি ৩৫ থেকে ৩৮ টাকা এবং ভারত থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায়।

তবে খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮ টাকা। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকেই তারা কিনছেন ৪১ টাকা দরে।

আবার বিভিন্ন জায়গায় বন্যার কথা বলে এবং ঈদের দোহায় দিয়েও বাড়াচ্ছেন পেঁয়াজের দাম।

তবে পাইকারি ও খুচরা বিক্রেতারা এজন্য টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পেঁয়াজের বাড়তি দামের দোহাই দিচ্ছেন।

ব্যবসায়ীরা বলছেন, গেলো দুই সপ্তায় ভারতের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে চারগুণ।

তাদের দাবি, পেঁয়াজ আমদানির কারণে ভরা মওসুমেও লোকসানে বিক্রি করতে হয় দেশি পেঁয়াজ।

তাই ক্ষতি পোষাতে আমদানি করা পেঁয়াজের দাম বাড়লে সে সুযোগ নেন দেশি ব্যবসায়ীরাও।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh