• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শোকের মাসে চাঁদাবাজি করলে ছাড় নয় : কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জুলাই ২০১৭, ২৩:১১

শোকাবহ আগস্টকে ঘিরে কেউ কোনো চাঁদাবাজি করলে তাকে ছাড় দেয়া হবে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক কর্মসূচীতে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট শোক দিবসকে ঘিরে চাঁদাবাজির খবর পেলেই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জাতির শোকের এ দিনটিকে সামনে রেখে একটি চক্র চাঁদাবাজিতে মেতে ওঠে।

তিনি বলেন, কেউ যেন শোক দিবসকে ঘিরে কোনো অপকর্ম করতে না পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে।

কারণ, এই মাসে জাতির জনককে স্মরণের নামে চাঁদাবাজি যেন বঙ্গবন্ধুর স্মরণকে ম্লান করতে না পারে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি দেশবাসীকে বলব, কোথাও চাঁদাবাজির খবর পেলে আমাদের পার্টি অফিসে খবর দেবেন। সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

এ ধরনের অপকর্ম সহ্য করা হবে না।

এইচটি/এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh