• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

৫৭ ধারার উদ্দেশ্য সাংবাদিক নির্যাতন নয় : প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৭, ১৬:৪৯

কোনো সাংবাদমাধ্যম, গণমাধ্যমকর্মীকে হয়রানি বা নির্যাতনের উদ্দেশ্যে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা করা হয়নি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে তথ্যমন্ত্রী ৫৭ ধারার বিষয় উপস্থাপন করলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা যেন সঠিকভাবে নিয়মের মধ্য থেকে কাজ করতে পারে সেজন্য আইসিটি আইনের ৫৭ ধারা করা হয়েছে।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে ৫৭ ধারার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করে হাসানুল হক ইনু বলেন, ৫৭ ধারার বিরুদ্ধে সাংবাদিকরা আন্দোলন করছেন। তারা এটির বাতিল চান।

এ সময় তথ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চান, এ পর্যন্ত ৫৭ ধারায় কতজন সাংবাদিককে গ্রেপ্তার হয়েছেন।

শেখ হাসিনা বলেন, কেউ যদি দেশের সুনাম ক্ষুণ্ন করতে রাষ্ট্রবিরোধী লেখা লেখেন অথবা কারো বিরুদ্ধে যৌক্তিক প্রমাণ ছাড়াই কোনো নিউজ করেন তাহলে কী হবে? তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যাবে না?

তিনি বলেন, কোনো সাংবাদিককে হয়রানি বা নির্যাতন করতে ৫৭ ধারা প্রণয়ন করা হয়নি। নিয়মকানুন মেনে সংবাদ পরিবেশনের জন্য এটি করা হয়েছে।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
X
Fresh