• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘সংবিধানের কথা বলে সমঝোতার পথ এড়ানো ঠিক হবে না’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুলাই ২০১৭, ১৯:৩০

সংবিধানের কথা বলে সমঝোতার পথ এড়িয়ে যাওয়াটা ঠিক হবে না। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মওদুদ আহমদ বলেন, সরকারের উচিত হবে সমঝোতার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন কী করে সুষ্ঠু ও অবাধ হবে সে বিষয়ে আলোচনার উদ্যোগ নেয়া।

তিনি বলেন, নির্বাচন কমিশনের(ইসির) দেয়া নির্বাচনকালীন রোডম্যাপের প্রস্তাবনায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার কোনো রোড বা ম্যাপ নেই।

তিনি আরো বলেন, এ রোডম্যাপের দ্বারা, কিভাবে একদলীয় নির্বাচনের মাধ্যমে ফের আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায় তার চেষ্টা করেছে কমিশন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকারি দল এখন থেকেই নির্বাচনী প্রচারণা করবে আর বিরোধীদলকে সভাও করতে দেয়া হবে না- এটা নিরপেক্ষতার প্রমাণ নয়।

তিনি বলেন, পালিয়ে যাবার ইতিহাস খালেদা জিয়ার নেই। যাদের আছে, তারা সমঝোতা করে চলে গিয়েছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাবেক সংসদ সদস্য সাম্মি আক্তার, জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান উপস্থিত ছিলেন।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh