• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা সেতু ২০১৮’র অক্টোবরের মধ্যে খুলে দেয়া হবে : মন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুলাই ২০১৭, ১৮:১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং তা যান চলাচলের জন্য ২০১৮ সালের অক্টোবরের মধ্যে অবশ্যই খুলে দেয়া হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

মন্ত্রী আজ খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।

সরকার ইতোমধ্যে ২১ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ ও মেরামত করেছে উল্লেখ করে তিনি বলেন, একনেক সম্প্রতি ১০টি আঞ্চলিক সড়ক নির্মাণে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা অনুমোদন করেছে।

মন্ত্রী পরিবেশ সুরক্ষায় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ করার জন্য স্থানীয় সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

কাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।

তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা দেশের শত্রু এবং তাদেরকে কোনো রাজনৈতিক পরিচয়ের মধ্যে না দেখে বিচারের আওতায় আনতে হবে।

মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ২২টি মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক ও শ্যালোইঞ্জিন চালিত যান চলাচল নিষিদ্ধ করেছি।’ এই নিষেধ উপেক্ষা করে যারা ইজিবাইক চালাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

সি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
ছুটির ৫ দিনে পদ্মা সেতুতে যত টাকার টোল আদায়
পদ্মা সেতুতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ে রেকর্ড
X
Fresh