• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ফাঁসি বহালে খুশি আওয়ামী লীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৬, ১১:৩০

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় খুশি ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ি রিভিউ রায় হয়েছে। এজন্য জনগণের পক্ষ থেকে আমরা স্বস্তি প্রকাশ করছি।

জামায়াতের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত জনগণ থেকে বিচ্ছিন্ন। তাদের হরতালে জনজীবনে কোন প্রভাব পড়বে না।

এর আগে মঙ্গলবার মীর কাসেমের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ করে দেন।

এরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের ‍যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, রায় বহাল থাকায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা খুশি, জাতি খুশি। আশা করি, দ্রুত এ রায় কার্যকর হবে।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেমকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় দেন। গেল ৮ মার্চ আপিলের রায়েও তা বহাল থাকে।

এর পর রিভিউ চেয়ে গেল ১৯ জুন আবেদন করেন মীর কাসেম। মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ রিভিউ’র আবেদনও খারিজ করে দেন।

এখন একাত্তরের বদর নেতা কাসেমের সামনে কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ থাকল।

এইচটি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh