• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সারাদেশে চলছে জামায়াতের হরতাল

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ আগস্ট ২০১৬, ১১:১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্ট বহাল রাখায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জামায়াত। সকালে রাজধানীতে যানবাহন কিছুটা কম চলাচল করলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।

সকাল ৯টার পর কোথাও কোথাও তীব্র যানজট সৃষ্টি হয়।

তবে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

মঙ্গলবার সকালে রায় ঘোষণার পরপরই দলটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে হরতালের ঘোষণা করা হয়।

বিবৃতিতে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার আহ্বান জানানো হয়েছে। এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজ্জ্বযাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

এইচটি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh