• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গাবতলীতে ডিএনসিসি’র ৩৭ একর জমি উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুলাই ২০১৭, ২০:১০

গাবতলীর বেড়িবাঁধে অবস্থিত গাবতলী-সদরঘাট সংযোগকারী সড়কের দু’পাশে প্রায় ৩৭ একর জমি অবৈধ দখল থেকে উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ অবৈধ দখল উচ্ছেদ করে।

রামচন্দ্রপুর স্লুইসগেট এলাকা থেকে ঢাকা-আরিচা রোডের ইট-বালু-পাথরের আড়ত পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে ৫২ একর অবৈধ দখলকৃত জমির মধ্যে ৩৭ একর জমি উদ্ধার করে ডিএনসিসি।

এ অভিযানে প্রায় ৫শ’ অস্থায়ী টিনশেড বাড়ি, অর্ধশতাধিক স্থায়ী দোকানঘর, ইট-বালুর আড়ত, সীমানা প্রাচীরসহ অসংখ্য টায়ারের দোকান উচ্ছেদ করা হয়। বাকি ১৫ একর জমি উদ্ধারের পর এ স্থানে একটি অ্যাসফল্ট প্ল্যান্ট এবং কেন্দ্রীয় পরিবহন ওয়ার্কশপ নির্মাণ করবে ডিএনসিসি।

১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাবেক ডিসিসিকে (ঢাকা সিটি করপোরেশন) এ এলাকার ৫২ একর জমির মালিকানা হস্তান্তর করে। যা বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকায় পড়েছে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh