• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

কার্যতালিকার প্রথমে মীর কাসেমের রিভিউ আবেদন

অনলাইন ডেস্ক
  ২৯ আগস্ট ২০১৬, ২০:২৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সর্বোচ্চ আদালতের রায় পূনঃবিবেচনার আবেদনটি মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেবেন।

২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমের বিরুদ্ধে ১০টি অভিযোগ প্রমাণের কথা উল্লেখ করে ট্রাইব্যুনাল তাকে দুটি হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। বাকী আটটিতে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

রায়ের বিরুদ্ধে আপিল করা হলে গেল ৮ মার্চ আপিল আদালত মীর কাসেমকে কিশোর মুক্তিযোদ্ধা জসিম হত্যার দায়ে ট্রাইব্যুনালের ফাঁসির দণ্ড বহাল রাখেন।

পরে রায় পূনঃবিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে রোববার আদেশের জন্য রাখেন আপিল বিভাগ।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh