• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খুলছে অফিস বুধবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জুন ২০১৭, ২৩:৪০

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয়সহ সরকারি সব অফিস খুলছে আগামীকাল (বুধবার)। তাই অনেক সরকারি চাকরিজীবী রাজধানীতে ফিরতে শুরু করেছেন। অনেকে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করলেও চাকরির জন্য পরিবার ছাড়া মঙ্গলবার রাতেই ঢাকা ফিরছেন।

তবে ঈদের আগে রাস্তায় যানজট চোখে পড়লে মঙ্গলবার ঘরমুখো মানুষকে তেমনটা বেগ পোহাতে হচ্ছে না।

এবার চাঁদ দেখা সাপেক্ষে সরকারি ছুটি নির্ধারিত ছিলো ২৫, ২৬ ও ২৭ জুন (রোব, সোম ও মঙ্গলবার)। তবে বুধ ও বৃহস্পতিবারের পর আবার শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি। এ কারণে অনেকে বুধ ও বৃহস্পতিবারের জন্য ছুটি নিয়েছেন। তাই বুধবার অফিস খুললেও অফিস- আদালত কর্মমুখর হবে আসছে রোববার থেকে।

এদিকে ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ছিল গেল বৃহস্পতিবার ২২ জুন। ২৩ জুন ছিলো শুক্রবার শবেকদর। ২৪ জুন ছিল শনিবার সাপ্তাহিক ছুটি।

তবে ঈদের ছুটির পর প্রথম দিনের অফিস থাকে অনেকটাই কর্মচাঞ্চল্যহীন। অনেকেই ছুটিতে থাকেন। যারাও আসেন ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়েই মূলত প্রথম দিনের অফিস কাটিয়ে দেন। ছুটির এ নিয়ম বেসরকারি খাতে পালন করা হলেও অনেক প্রতিষ্ঠান বাড়তি ছুটিও দিয়ে থাকে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh