• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফ্যান্টাসিতে ঈদ আনন্দে মেতেছেন সব বয়সের মানুষ (ভিডিও)

মারুফ রেজা

  ২৭ জুন ২০১৭, ১৯:২৭

ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে ঈদ আনন্দে মেতে উঠেন সব শ্রেণি-পেশা ও সব বয়সের মানুষ।

বিশেষ করে শিশুদের উৎসাহ উদ্দীপনা ছিল সবচেয়ে বেশি। গায়ে শিহরণ জাগানো রাইড, রোলার কোস্টার থেকে শুরু করে, ওয়াটার কিংডমসহ সবখানেই ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

ফ্যান্টাসি কিংডম- মানে কল্পনার রাজ্য; যে রাজ্যে নেই কোনো বাধা-বিপত্তি, নিয়ম-রীতি। যতটুকু আছে কেবলই নির্মল আনন্দ, হইহুল্লোড়!

আনন্দে কেউ হতে চাইছেন সুপারম্যান, কেউ বা বীর যোদ্ধা! কেবল তাই নয়, এসবের সাক্ষী হতে কেউ কেউ তুলছেন হালজামানার সেলফিও।

কংক্রিটের শহর ছেড়ে খানিক দূরে, আশুলিয়ার এই বিনোদন কেন্দ্র সব বয়সী মানুষের কাছে হয়ে উঠেছে আনন্দের নগরী হিসেবে। আর ঈদের ছুটি সেই আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

তবে আনন্দের মাত্রায় এগিয়ে, শিহরণ জাগানো রাইড রোলার কোস্টার আর ওয়াটার কিংডম।

যান্ত্রিক জীবনে কিছুটা স্বস্তি দিতে ফ্যান্টাসি কিংডম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, জনমানুষের তুলনায় বিনোদন কেন্দ্রের সংখ্যা বেশি না থাকায় ক্ষোভ জানিয়েছেন বিনোদন প্রেমীরা। তাদের দাবি বিনোদন কেন্দ্রের সংখ্যা আরো বাড়ানো হোক।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh