• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্যামেরাবন্দী আজকেরই শাওয়ালের চাঁদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৭, ১৯:৫৬

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেখেছেন কি সেই চাঁদ? দেখেছেন হয়তো। হয়তো অনেকেরই দেখার সুযোগ হয়নি।

কেউ হয়তো শপিংয়ে ব্যস্ত, কেউ বেচা-বিক্রিতে, কেউ ঈদযাত্রায়- এমন বহু কারণ আছে, যে কারণে এই সুন্দর আকর্ষণীয় চাঁদটি আপনারা মিস করেছেন, হয়তো ঠিক মাগরিবের পর পরই অনেকের দেখার সুযোগ হয়নি। তাই আমাদের সামান্য প্রচেষ্টা। যে চাঁদ ঠিক যে মুহূর্তে সবায় দেখেছেন, সেটিই আরটিভি অনলাইন পাঠকদের দেখানোর চেষ্টা করেছি। হ্য, যে ছবিটি আপনারা দেখছেন- এটিই আজ রোববার মাগরিবের একটু আগে তোলা।

ছবিটি ঢাকার পূর্বাচল এলাকার ৩০০ ফিট রোড থেকে তোলা।

আর এই চাঁদ দেখার সঙ্গে সঙ্গে এখন চারিদিকে মুখরিত হয়ে ওঠছে ঈদের আনন্দে। সোমবার বাংলাদেশে পালিত হবে ঈদ উল ফিতর।

এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে থাকছে পাঁচটি ঈদ জামাত। এগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে।

এবার বর্ষাকালে হচ্ছে ঈদ। তাই বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া সেখানে প্রতিবন্ধকতা হিসেবে দাঁড় হতে পারে।

এজন্য অবশ্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

নামাজের পরপরই ঈদগাহগুলোতে চিরচেনা এবং কাঙ্ক্ষিত দৃশ্যের অবতারণা হবে। প্রত্যেক মুসল্লি একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন।

শ্রেণি-ধর্ম-বর্ণ-বয়সনির্বিশেষে হবে সেই আলিঙ্গন। ভ্রাতৃত্বের বন্ধনের এ এক মধুর বহিঃপ্রকাশ।

সি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh