• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশের কোথায় কখন ঈদ জামাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৭, ১৭:২০

আগামীকাল (সোমবার) মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর হতে পারে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে তারা ঈদুল ফিতর উদযাপন করবেন।

ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন। রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে।

রাজধানীতে ঈদের এ প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহীদুয্যামান।

রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয় ঈদগাহের প্রধান জামাত অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে এবার বাড়তি সর্তকতা হিসেবে জাতীয় ঈদগাহে বজ্রনিরোধক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঈদ জামাতকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ নিয়েছে চার স্থরের নিরাপত্তা। তৎপর রয়েছেন সাদা পোশাকে র‌্যাব এবং পুলিশ সদস্যরা।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এর পরপর বায়তুল মোকাররম মসজিদে আরো ৪টি জামাত হবে যথাক্রমে ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায়।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত ঈদ জামাত দেশের প্রধান ঈদ জামাত হিসেবে গণ্য হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত হবে। এখানে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেবেন।

ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাঠ ও ঈদগাহে ৪/৫টি করে মোট ৪০৮টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় আলাদা দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মসজিদে জামাতের নির্ধারিত সময়ও সকাল ৮টা। নীলক্ষেত মরিয়ম বিবি শাহি মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। একটি সকাল সাড়ে ৮টায়, অন্যটি সকাল সাড়ে ১০টায়। নয়াপল্টন জামে মসজিদে জামাতের নির্ধারিত সময় সকাল ৮টা। ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদের একটি জামাত হবে সকাল ৮টায়।

দেওয়ানবাগ শরিফের বাবে রহমতে ৩টি ঈদের জামাত হবে। প্রথম জামাতটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৯টায় ও শেষ জামাতটি সকাল ১০টায় হবে।

কারওয়ান বাজার আম্বর শাহ শাহি জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে হবে। পুরান ঢাকার তারা মসজিদের দুটি জামাতের একটি হবে সকাল ৮টায়, অন্যটি সকাল ৯টায়। কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায়।

যাত্রাবাড়ীর ধলপুর নারকেল বাগান মসজিদেও জামাত হবে দুটি। একটি সকাল আটটায়, অন্যটি সকাল নয়টায়। লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সোয়া সাতটায়। এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদের জামাত সকাল আটটায়।

কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ৩টি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল সোয়া ৯টায় অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠে গেন্ডারিয়া ঈদ কমিটির উদ্যোগে জামাত হবে সকাল ৮টায়। সকাল ৯টায় পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদ জামাত কমিটির উদ্যোগে জামাত হবে পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদগাহ মাঠে।

হাজারীবাগ কেন্দ্রীয় ঈদ জামাত পরিচালনা কমিটির উদ্যোগে হাজারীবাগ পার্কে দুটি জামাত হবে। এর একটি সকাল ৭টায়, আরেকটি সকাল ৮টায়। এ ছাড়া বাড্ডানগর জামে মসজিদে জামাত হবে সকাল সাড়ে ৭টায়। শাহ্ মস্তান জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৮টায়।

মোহাম্মদপুর মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় প্রথম জামাত হবে সকাল আটটায়, দ্বিতীয়টি সকাল নয়টায়। পল্লীমা সংসদ ময়দানে জামাত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে।

পশ্চিম আগারগাঁওয়ের দারুল ইমান জামে মসজিদে সকাল ৮টায়, ডেমরার ডগাইরবাজার কবরস্থান ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, বংশাল আহলে হাদিস বড় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বাসাবো ছায়াবীথি জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ বাসাবো বালুর মাঠে সকাল সোয়া ৭টায় ও সাড়ে ৮টায় ঈদ জামাত হবে।

এছাড়া মুগদার মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদে পৌনে ৮টায়, দক্ষিণ মুগদাবাগ ব্যাংক কলোনীর রসুলবাগ জামে মসজিদে সাড়ে ৭টা ও সাড়ে ৯টায় দুটি জামাত হবে।

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরইমধ্যে সেখানেও ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও জামাত শুরু হবে সকাল ১০টায়।

চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে চসিক কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এসব ঈদ জামাতগুলোর মধ্যে বাকলিয়া চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, লালদীঘি শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮.১০টায়, জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮.১৫টায়।

আরো যেসব স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, আল আমিন বারীয়া মাদ্রাসা ময়দান, নাসিরাবাদ সরকারি স্কুল ময়দান।

বরিশাল:

বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ঈদের নামাজ আদায় করবেন। তবে বিভাগের সবচেয়ে বড় ঈদ জামাতটি হবে সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে।

এছাড়া নগরীর জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টা ও ১০টায়, এবায়েদুল্লাহ জামে মসজিদে ৯টা ও ১০টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টা ও ১০টায় এবং পুলিশ লাইন্স জামে মসজিদে সাড়ে ৮টায় ও ৯টায় দুটি করে জামাত হবে।

রংপুর:

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। আবহাওয়া খারাপ থাকলে এই জামাত হবে কোর্ট জামে মসজিদে দুই পর্বে- সকাল সাড়ে ৯টা ও ১০টায়।

পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ৭টা ৪৫ মিনিটে, মুন্সীপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, মণ্ডলপাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, পূর্ব শালবন জামে মসজিদে সকাল ৯টায়, সেন্ট্রাল রোড ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে সাড়ে ৯টা ও ১০টায়, রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সাড়ে ৮টায়, ধাপ স্টাফ কোয়ার্টার জামে মসজিদ মাঠে ও বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত হবে।

রাজশাহী:

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামায়াত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ জামাতে ইমামতি করবেন শাহ মখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ আলী। আবহাওয়া খারাপ থাকলে শাহ মখদুম দরগা মসজিদে একাধিক ঈদের জামাত হবে।

এ ছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর সাহেববাজার বড় রাস্তায় এবং টিকাপাড়ায় মহানগর ঈদগাহ ময়দানে একই সময় ঈদ জামাত হবে। রাজশাহী নগরীতে এবার ঈদে ২৫টি স্থানে জামাতের আয়োজন করা হয়েছে বলে সিটি করপোরেশন জানিয়েছে।

সিলেট:

সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৯ টায় শাহী ঈদগাহ ময়দানে। এ জামাতে ইমামতি করবেন বন্দর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিন। একই সময়ে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরাণ (র.) দরগাহ মসজিদেও ঈদের জামাত হবে।

সিলেট জেলা প্রশাসক কালেক্টরেট মাঠ, সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, ডাক বাংলা রোডের নবাবী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া সকাল সাড়ে ৮টায় শাহ মাদানী ঈদগাহে এবং সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও ৯টায় নগরীর কুদরত উল্লহ জামে মসজিদে ঈদের জামাত হবে।

খুলনা:

খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে। এরপর সকাল ৯টায় হবে খুলনা টাউন জামে মসজিদের ঈদ জামাত। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত হবে টাউন জামে মসজিদে সকাল ৮টায়।

এরপর সকাল ৯টা ও ১০টায় আরও দুটি জামাত হবে সেখানে। আবহাওয়া প্রতিকূল হলে কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় একটি জামাত হবে।

এছাড়া বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৮টায় ও নিউমার্কেট বায়তুন-নূর মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় ঈদ জামাত হবে।

বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে সকাল সাড়ে ৭টা, সোয়া ৮টা ও ৯টায় তিনটি জামাত হবে।

বাংলাদেশ পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক জানালেন, এবারের ঈদ-উল-ফিতরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। আমরা আশা করি কোনো আইনশৃঙ্খলার অবনতি হবে না। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের কানে আসেনি। আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই।

রাজধানীসহ দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী ঈদের জামাতে থাকবে বেশ নিরাপত্তা।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh