• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তারা বোঝেনই না ভাস্কর্য আর মূর্তি এক নয় : ইনু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০১৭, ১৪:৪৫

হেফাজত দেশে সাম্প্রদায়িক অপরাজনীতির জিকির তোলার চেষ্টা করছে। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, হেফাজতের সঙ্গে ওঠাবসা হবে আত্মঘাতী। কারণ তারা বোঝেনই না ভাস্কর্য আর মূর্তি এক বিষয় নয়। এদের সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক সমঝোতা ও রাজনৈতিক লেনদেন করা যাবে না।

তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্যের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। ভাস্কর্য হচ্ছে শিল্প মাধ্যম। হেফাজতের হুজুররা এই শিল্পের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করেছেন।

তিনি বলেন, ভাস্কর্য আর মূর্তি এক নয়। হেফাজতের হুজুররা এ দুটির মধ্যে পার্থক্যই বোঝেন না। তারা মানুষকে ভুল বোঝোনোর চেষ্টা করছেন। ভাস্কর্য একটি শিল্পকর্ম।

শিল্প-সাহিত্যের ঐতিহ্য হচ্ছে ভাস্কর্য। এটির নির্মাণ আমাদের সাংবিধানিক অধিকার। এটা ধর্মবিরোধী কোনো কাজ নয়। সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করা সরকার ও প্রশাসনের দায়িত্ব।

জাসদের এই নেতা বলেন, হেফাজত ইসলামের সঙ্গে রাজনৈতিক সমঝোতা ও লেনদেন করা যাবে না। এটি হবে রাজনীতির জন্য আত্মঘাতী।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh