• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ম্যানচেস্টারে হামলায় ঢাকার নিন্দা

অনলাইন ডেস্ক
  ২৩ মে ২০১৭, ১২:৩৪

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মার্কিন গায়ক আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে বোমা হামলায় ১৯ জন নিহত হয়েছেন। আহত আরো অর্ধশত। এ ভয়াবহ এঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় এ ক্ষোভ ও নিন্দা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম।

টুইটা বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, আমরা এই কাপুরুষোচিত ঘটনার নিন্দা জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য আমাদের প্রার্থনা ও সমবেদনা।

পুলিশের বরাত দিয়ে বৃটেনের সংবাদমাধ্যম বলছে, এক মিনিটের ব্যবধানে পরপর দু’টি বিস্ফোরণ ঘটে। যার একটি কনসার্টের টিকিট বুথের পাশে। তবে এটিকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, ম্যানচেস্টারে হামলার ঘটনাটা কীভাবে ঘটলো তা জানার চেষ্টা চলছে। এই হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে আমরা আছি।

দেশটির লেবার পার্টির নেতা জেরেমি করবিন এক টুইট বার্তায় বলেন, ম্যানচেষ্টারের ঘটনা ভয়াবহ। এই বিস্ফোরণে আক্রান্তদের সবার প্রতি সমবেদনা রইলো।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh