• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

‘অপরাজেয় বাংলা’র ভাস্কর আব্দুল্লাহ খালিদ আর নেই (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০১৭, ০৮:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

গেলো ২ মে হাপানিসহ বার্ধক্যজনিত রোগে বারডেম হাসপাতালে ভর্তি হন আব্দুল্লাহ খালিদ। পরে শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায় গেলো বৃহস্পতিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার রাতে মারা যান তিনি।

আবদুল্লাহ খালিদের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী উম্মে কুলসুমসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৭৩ সালে ‘অপরাজেয় বাংলা’ নির্মাণকাজ শুরু করেন আবদুল্লাহ খালিদ। নির্মাণকাজ শেষে ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন হয় ‘অপরাজেয় বাংলা’। এ বছর শিল্পকলায় (ভাস্কর্য) একুশে পদক পান গুণী এই ভাস্কর।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh