• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিজস্ব ফোর্স চায় দুদক

অনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৬, ১৬:০৮

পুলিশের স্বল্পতা ও আইনী ব্যবস্থা সহজসাধ্যসহ তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নিজস্ব ফোর্স চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিশ্বব্যাংক, ইউএনডিপি, প্লান বাংলাদেশসহ বিভিন্ন দাতাগোষ্ঠির সঙ্গে কর্মশালায় এমন মত দেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, দুদক স্বাধীন হলেও সরকার ও দাতাগোষ্ঠির সঙ্গে অংশীদারত্ব রয়েছে।

তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের গ্রেপ্তার না করে বরং দুর্নীতি প্রতিরোধ করলে এটি নির্মূল হবে। এজন্য ব্যপক কৌশলগত পরিবর্তন আনতে হবে।

দাতাগোষ্ঠি তাদের মতামতে স্বল্প ও দীর্ঘমেয়াদে নির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়ার পরামর্শ দেয়। পাশাপাশি সরকারি চাকুরিজীবী ও ধনীদের একটি হিসাব দাখিল ও ডাটাবেস তৈরির কথাও বলেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh