• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই কমানোর ভাবনা আছে: শিক্ষামন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০১৭, ১৬:৪৩

মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠায় নানা পরিবর্তনের অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই কমানোর ভাবনা রয়েছে। পাঠ্যবই সহজীকরণ হচ্ছে। বিনামূল্যের পাঠ্যবইগুলো আসছে শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। শিক্ষারমান বৃদ্ধি ও যুগোপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক শেষে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আমরা ১২টি বিষয়ের পরিমার্জন ও সহজীকরণ করছি।

এগুলো হচ্ছে- বাংলা সাহিত্য, ইংলিশ ফর টুডে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, গণিত, উচ্চতর গণিত, সাধারণ বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান ও অর্থনীতি।

সুন্দরভাবে পাবলিক পরীক্ষার মূল্যায়ণে শিক্ষকদের আমরা নমুনা উত্তরপত্র দিয়েছি। যাতে একটি নির্ধারিত মাপকাঠিতে উত্তরপত্র মূলায়ণ করা হয়। এ জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় ২২দিন সময় কমিয়ে আনা হয়েছে, বলেন শিক্ষামন্ত্রী।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh