• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

হাওরে যেতে বিএনপিকে বাধা দিচ্ছে প্রশাসন : ফখরুল (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ২৮ এপ্রিল ২০১৭, ১৫:১১

হাওরে দুর্গত মানুষকে সাহায্য করতে বিএনপি নেতাকর্মীদের যেতে বাধা দিচ্ছে প্রশাসন। অভিযোগ করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করলেন।

মির্জা ফখরুল বলেন, হাওরে দুর্গতদের সহায়তায় বিএনপির প্রতিনিধি দল সেখানে যেতে চেয়েছিলো। কিন্তু প্রশাসন আমাদের বাধা দিচ্ছে। অথচ এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার সবার।

বিএনপি মহাসচিব বলেন, হাওরে দুর্গত মানুষদের সহায়তায় দরকার হলে বেগম খালেদা জিয়াও সেখানে যাবেন।

এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করেনা বলেই দুর্গতদের সহায়তায় বিএনপিকে হাওরে যেতে দিচ্ছে না।

তিনি বলেন, আমি সরকারকে আহ্বান করছি, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ছাড়া নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের ব্যবস্থা করেন। তাহলে বোঝা যাবে জনগণ কাদের সঙ্গে আছে।

মির্জা ফখরুল বলেন, আসছে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সহায়ক সরকার। না হলে জনগণ ভোট মেনে নেবে না। এই সরকার অগণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক সরকার। তাদের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।

বিগত সময়েও আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তারা ক্ষমতায় থেকে কলকাঠি নাড়বে আর নির্বাচন করবে, তা হবে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh