• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসুন: দুদু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৭, ১৬:৫৭

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আপনি ভারত ও ভুটানের সঙ্গে আলোচনায় বসতে পারেন। কিন্তু নিজ দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বসতে চান না। দেশের চলমান সংকট সমাধানে অনতিবিলম্বে খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসুন।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নেতাকর্মীদের মুক্তির দাবিতে করা মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, বিএনপি সবসময় নির্বাচনমুখী দল। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি। কিন্তু নির্বাচনকালীন সরকারপ্রধান শেখ হাসিনা থাকলে সে ভোটে বিএনপি যাবে না। কারণ তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তা না হলে যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী দায়ী থাকবেন।

বিএনপির এই নেতা বলেন, আসছে নির্বাচনে বিএনপিকে নিতে হলে অবশ্যই খালেদা জিয়া-তারেক রহমানসহ বিরোধী দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
X
Fresh