• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

একলাফে তাপমাত্রা বাড়লো ৯ ডিগ্রি, ভিজলো মেঝে (অডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৭, ১৯:২২

হঠাৎ করেই পানিতে ভিজে উঠেছিল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও অফিসের মেঝে। আর এ নিয়ে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় নানা আলোচনা।

কেউ কেউ বলেছেন ভূমিকম্পের লক্ষণ। আবার কেউ বলেছেন ভৌতিক ব্যাপার। আবার অনেকেই মজা করে তৈরি করেছেন নানা ট্রল।

তিনদিন ধরে অব্যাহত বৃষ্টি ও ঠাণ্ডা হাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে অনেকেই ঘরের মেঝেতে পানি দেখতে পান। এ নিয়ে ফেসবুকে ছবিও পোস্ট করেছেন অনেকে। তুলনামূলক খোলামেলা কম বাসাগুলোতে এমনটা বেশি দেখা গেছে।

শুধু তাই নয়, অস্বাভাবিক এ ব্যাপারটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ ভারতের রাজ্য ত্রিপুরায়ও দেখা যায়।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সব জায়গায় এমন হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ বাসায় হয়েছে। কম খোলামেলা ও বাতাসের ফ্লো কম এমন বাসাগুলোতে তা হয়েছে।

এ আবহাওয়াবিদ আরো জানান, গেলো কয়েকদিনের বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গিয়ে ঠাণ্ডা বেড়ে যায়। এতে ঘরের মেঝেও ঠাণ্ডা হয়ে যায়। সোমবারের তুলনায় মঙ্গলবার হঠাৎ ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বেড়ে যাওয়ায় ফ্লোর গুলো ভিজে যায়।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা কমাতে হিট অফিসারের নতুন উদ্যোগ
উত্তপ্ত রাজশাহী, তাপমাত্রা ছাড়াল ৪২ ডিগ্রি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি 
চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই
X
Fresh