• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাওরাঞ্চলে বন্যায় চালের ঘাটতি হবে না : অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ এপ্রিল ২০১৭, ১৭:০৬

হাওরাঞ্চলে বন্যায় আড়াইলাখ একর ফসলি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে চালের উৎপাদন ভাল হয়েছে। তাই দেশে চালের ঘাটতি হবে না। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার রাতে জ্যাকসন হাইটসে আমেরিকা-বাংলাদেশ ব্যবসায়ী জোটের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আসছে জাতীয় নির্বাচনে জনগণের দুর্ভোগে দায়ী আওয়ামী লীগের সংসদ সদস্যরা মনোনয়ন পাবেন না।

তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ১ জুন সংসদে পেশ করা হবে। এবার বাজেটের আকার ৪ লাখ ১৫ থেকে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা হতে পারে।

আবদুল মুহিত বলেন, রিজার্ভ থেকে চুরি যাওয়া পুরো অর্থ ফেরত আনতে তৎপরতা অব্যাহত আছে। তবে সব পাওয়া নাও যেতে পারে।

প্রবাসীদের কাছে ভোট চেয়ে মুহিত বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশের বর্তমান সরকারের মেয়াদ শেষে নির্বাচন হবে। আওয়ামী লীগ ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। উন্নয়ন কার্যক্রম অব্যাহত হওয়ায় আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে।

অর্থমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৪ হাজার মেগাওয়াট। যা ২০২৪ সালে ৩০ হাজার মেগাওয়াট হবে। ২০২৪ সালের মধ্যে অতি দরিদ্র মানুষের হার ১০ শতাংশ থেকে কমে ৫ থেকে ৭ শতাংশ হবে।

এমসি / এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh