• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আফ্রিকান মাগুর ও পিরানহা আমদানি করলেই দণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ এপ্রিল ২০১৭, ১৭:১৯

আফ্রিকান মাগুর মাছ ও পিরানহা মাছ আমদানি করলে জেল-জরিমানার বিধান রেখে মৎস নিরোধ সংঘ আইন-২০১৭’র খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এ আইনের অনুমোদন দেয়া হয়।

শফিউল আলম বলেন, এ আইন অনুসারে কেউ বিদেশ থেকে পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ আমদানি করলে তাকে ২ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

তিনি বলেন, দেশের মৎস চাষীরা বিভিন্ন দেশ থেকে মাছের রেণু, পোনা ও মাছ আমদানি করে। তাই এসব রেণু, পোনা ও মাছে যেন কোনো জীবাণু না থাকে সেজন্য নতুন এ আইন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, আইনে বলা আছে- আইন বাস্তবায়নে একটি কর্তৃপক্ষ থাকবে এবং এর প্রধান থাকবেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। তারা প্রয়োজনে আমদানি ও রফতানি নিষিদ্ধও করতে পারবেন।

সচিব আরো বলেন, মৎস কর্তৃপক্ষ সব কাজ দেখভাল করতে একটি কমিটি গঠন করবে। এ কমিটির সুপারিশে মৎস রেণু পোনা আমদানি রপ্তানির করা হবে। কর্তৃপক্ষ মৎস্য সংঘ নিরোধ কেন্দ্র স্থাপন করতে পারবে।

এছাড়া বিদেশ থেকে মাছ, পোনা ও রেণু আমদানি করতে হলে এ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh