• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সরকারের আসলে লজ্জা নেই : রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০১৭, ২৩:৪৯

শেখ হাসিনার অধীনেই নাকি নির্বাচন হবে। কিন্তু জনগণ চায় না তার অধীনে নির্বাচন হোক। তারা নিরপেক্ষ নির্বাচনের কোনো উদাহরণ দিতে পারেনি। সরকারের আসলে লজ্জা নেই। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সিরাজগঞ্জ ছাত্রদলের সাবেক ছাত্র নেতাদের আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। কিন্তু সরকার আন্দোলনকে ভয় পায়। তারা গুম, খুন করছে। আওয়ামী লীগ হুমকি ও সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে।

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমাদের কর্মীরা অনেক সময় স্বেচ্ছায় আত্মগোপনে যেতে বাধ্য হন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখন আর নেই। শুধু ক্ষমতায় থাকার জন্য তারা অগণতান্ত্রিক পথ ব্যবহার করছে।

তিনি আরো বলেন, এর আগে বাকশাল কায়েম করায় ক্ষমতায় আসতে তাদের ২১ বছর সময় লেগেছে। সামনে আরো ভুগতে হবে।

সমাবেশে এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh