• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

কওমি স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, সাভার

  ২২ এপ্রিল ২০১৭, ১৭:৩২

কওমি মাদরাসার স্বীকৃতিতে হেফাজতের কোনো সম্পৃক্ততা নেই। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সকালে সাভার সিটি সেন্টারের সামনে বেদে সম্প্রদায়ের তৈরি পোশাকের শো-রুম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদরাসা স্বীকৃতি প্রদানে আওয়ামী লীগ সরকার আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে। প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি দেয়া নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রধানমন্ত্রী কয়েক বছর আগেই এ নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন হেফাজতের মাওলানা শাহ আহমদ শফী।

তিনি বলেন, পরে সেই কমিটির প্রধান এবং কমিটির অন্য আলেমরা একমত হয়ে প্রধানমন্ত্রীর কাছে আসেন, তখন তিনি কওমি মাদরাসা স্বীকৃতি দেন। এটা আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবি ছিল। এখানে হেফাজতের কোনো সম্পৃক্ততা নেই।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh