• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গণপরিবহনে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান চলবে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ এপ্রিল ২০১৭, ১২:৩৩

গণপরিবহনে শৃঙ্খলা না আসা পর্যন্ত সিটিং সার্ভিস বন্ধে অভিযান চলবে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিটিং সার্ভিস বন্ধ, যানবাহনের বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে অভিযান দেখতে

রোববার সকালে রাজধানীর সাতরাস্তায় গিয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আইনের মাধ্যমেই পরিবহনখাতের বিশৃঙ্খলা সমাধান করে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। পরিবহনখাতে শৃঙ্খলা ফিরে আসা পর্যন্ত অভিযান চলবে।

সড়কমন্ত্রী বলেন, যখন সবাই নিয়মের মধ্যে আসবে তখন আর কোনো সমস্যা হবে না। যাত্রীদের ভোগান্তি কমাতেই আমরা ব্যবস্থা নিচ্ছি। মানুষের ভোগান্তি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কাজ করবো।

ঢাকায় সিটিং সার্ভিস বন্ধে ১৫ এপ্রিল থেকে অভিযান শুরু করে বিআরটিএ। তবে এ অভিযান শুরুর পর থেকে নিয়ম মানছেন না চালক ও শ্রমিকরা। লোকাল সার্ভিসের ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে আগের সিটিং সার্ভিসের ভাড়া নেয়া হচ্ছে।

রোববার সকাল ৮টা থেকে যানবাহনের বাম্পার অপসারণ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু হয় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে। এ সময় কিছু গাড়ি চালককে জরিমানাও করা হয়।

এরপর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজে উপস্থিত থেকে বেশ কয়েকটি ট্রাকের বাম্পার অপসারণ করান। পুরো অভিযানের কার্যক্রম দেখভাল করেন ওবায়দুল কাদের।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh