• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আমাকে কেন দেশে ঢুকতে দিচ্ছেন না?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৭, ১৩:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার কাছে জানতে চাই কেন আমাকে দেশে ঢুকতে দিচ্ছে না।

নিজের টুইটারে দেয়া এক স্ট্যাটাসে এমনটাই জানালেন ভারতে অবস্থান করা বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

টুইটারে তিনি লেখেন, ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সাধারণ একটি প্রশ্ন করতে চাই আপনি কেন আমাকে আমার দেশে ঢুকতে দিচ্ছেন না? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে অনুমতি দেয়া হয়নি।

তিনি লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি আসছেন। আমাকে কি তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেয়া হবে? অবশ্যই না। তিনি কি ২৪ বছর ধরে আমাকে আমার দেশে প্রবেশে বাধা দেওয়ার অনুমতি দিয়েছেন? হ্যাঁ, তিনি দিয়েছেন।

তিনি আরো লিখেন, কেউ চায় না আমি শেখ হাসিনার সঙ্গে দেখা করি। আপনি কেন আমাকে আমার দেশে প্রবেশ করতে দিচ্ছেন না? এ প্রশ্ন করি সেটাও কেউ চায় না।

১৯৯৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তসলিমা। এর পর আর দেশে ফেরা হয়নি নারীবাদী এ লেখিকার। বর্তমানে সুইডেনের পাসপোর্ট নিয়ে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
X
Fresh