• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

একান্ত বৈঠকে হাসিনা-মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০১৭, ১৩:১৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক বৈঠক হয়েছে।

শনিবার দুপুরে ভারতের রাজধনী নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে এ বৈঠক হয়। এতে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবার পর বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

বৈঠক শেষে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সাংবাদিকদের বিবৃতি দেন।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর হিন্দি সংস্করণ উন্মোচন করবেন দু’দেশের প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে নরেন্দ্র মোদি সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এ অভ্যর্থনার মাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়।

গার্ড অব অনারের পর শেখ হাসিনা মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এদিন বিকেলে শেখ হাসিনা দিল্লি সেনানিবাসের মানেকশ সেন্টারে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ ভারতীয় সশস্ত্র বাহিনীর সাত সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেবেন।

শেখ হাসিনা রাতে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে তার বাসভবনে দেখা করবেন।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাইয়ে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী
বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি
জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট: প্রধানমন্ত্রী
কারবালার ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল ১৫ আগস্ট: প্রধানমন্ত্রী
X
Fresh