• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সোহরাওয়ার্দীর সম্মেলনে ৫ পথে প্রবেশ করছেন আলেম-ওলামারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ এপ্রিল ২০১৭, ১৪:৪৩

বিকেলে ঢাকায় শুরু হচ্ছে আলেম ওলামাদের মহাসম্মেলন। ইসলামি ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এরইমধ্যে ঢাকায় অবস্থান করছেন সৌদি আরবের পবিত্র মসজিদে হারাম এবং মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম ও মসজিদে নববীর ইমাম আব্দুল মেহসিন বিন মোহাম্মদ বিন আবদুল রহমান আল কাশেম।

সারাদেশ থেকে মহাসম্মেলনে আসা আলেম-ওলামারা ৫টি প্রবেশ পথ দিয়ে সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করে উদ্যানে প্রবেশ করেন আমন্ত্রিতরা। সমাবেশে শুরু হবে বিকেল ৩টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ওলামা মাশায়েখ সম্মেলনে ৫টি গেট দিয়ে ১ লাখ ৬ হাজার ৭ ‘ ৭৩ জন নিবন্ধিত আলেম প্রবেশ করবেন।

সোহরাওয়ার্দী উদ্যানের চারুকলা গেট দিয়ে ভেতরে যাবেন, ৩১ হাজার ২৬ জন আলেম। তাদের মধ্যে দিনাজপুরের ২ হাজার ৫ জন, পঞ্চগড়ের ১ হাজার ৬৩ জন, ঠাকুরগাঁওয়ের ১ হাজার ৯২ জন, রংপুরের ১ হাজার ৮৬ জন, কুড়িগ্রামের ১ হাজার ৬শ’ ৬৮ জন, নীলফামারীর ১ হাজার ৪শ’ ৩০ জন, লালমনিরহাটের ১ হাজার একশ ৯৭ জন, বগুড়ার ২ হাজার ১শ’ ৬ জন, জয়পুরহাটের ৯শ’ ৩ জন, গাইবান্ধার ১ হাজার ৮শ’ ৪ জন, ময়মনসিংহের ৩ হাজার ৩শ’ ৯৭ জন, নেত্রকোনার ১ হাজার ৫শ’ ৪৭ জন, কিশোরগঞ্জের ২ হাজার ৫৪ জন, জামালপুরের ২ হাজার ১৪ জন, শেরপুরের ১ হাজার ৪শ’ ২০ জন, টাঙ্গাইলের ২ হাজার ২শ’ ২৯ জন, মানিকগঞ্জের ১ হাজার ২শ’ ৯৬ জন ও গাজীপুরের ১ হাজার৭শ’ ৫ জন আলেম।

টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন ২২ হাজার ১শ’ ৫৩ জন। এরমধ্যে রাজশাহীর ১ হাজার ৮শ’ ৮৪ জন, নাটোরের ১ হাজার ২শ’ ৯৩ জন, চাপাইনবাবগঞ্জের ১ হাজার ২শ’ ৩১ জন, নওগাঁর ১ হাজার ৭শ’ ৮২ জন, পাবনার, ১ হাজার ৭শ’ ৯৩ জন, সিরাজগঞ্জের ২ হাজার ৬০ জন, কুষ্টিয়ার ১ হাজার ৩শ’ ৭ জন, চুয়াডাঙ্গার ৯শ’ ৫ জন, মেহেরপুরের ৬শ’ ৪ জন, খুলনার ১ হাজার ৮শ’ ১২ জন, সাতক্ষীরার ১ হাজার ৫শ’ ২২ জন, বাগেরহাটের ১ হাজার ২শ’ ২৬ জন, যশোরের ১ হাজার ৮শ’ ৩৪ জন, নড়াইলের ৬শ’ ৩৬ জন, ঝিনাইদহের ১ হাজার ২শ’ ৭১ জন ও মাগুরার ৯শ’ ৪৯ জন।

বাংলা একাডেমি গেট দিয়ে প্রবেশ করবেন ৩৪ হাজার ৫শ’ ২১ জন আলেম। এরমধ্যে ঢাকার ৬ হাজার ৪শ’ ৩৫ জন, নারায়ণগঞ্জের ১ হাজার ৬শ’ ৩৩ জন, মুন্সিগঞ্জের ১ হাজার ২শ ৬২ জন, নরসিংদীর ১ হাজার ৩শ’ ৯৪ জন, ফরিদপুরের ১ হাজার ৬শ’ ৬২ জন, রাজবাড়ীর ৮শ’ ৮২ জন, মাদারীপুরের ১ হাজার ১শ’ ২৪ জন, শরীয়তপুরের ১ হাজার১শ’ ৩৭ জন, গোপালগঞ্জের ১ হাজার ৪শ’ ৭২ জন, চট্টগ্রামের ৪ হাজার ৭শ’ ৫০ জন, কক্সবাজারের ১ হাজার ৭শ” ৯৯ জন, বান্দবনের ৪শ’ ৬৩ জন, নাঙ্গামাটির ৯শ’ ৫৪ জন, খাগড়াছড়ির ৮শ’ ৬৪ জন, বরিশালের ১ হাজার ৮শ’ ৮৯ জন, ঝালকাঠির ৮শ’ ৪৭ জন, ভোলার ১ হাজার ৭শ’ ২৫ জন, পটুয়াখালির ১ হাজার ৬শ’ ৫১ জন, পিরোজপুরের ১ হাজার ১শ’ ৫৯ জন ও বরগুনার ১হাজার ১৯ জন আলেম।

এছাড়াও মন্দিরগেট দিয়ে প্রবেশ করবেন ১৯ হাজার ৭৩ জন আলেম। এরমধ্যে কুমিল্লার ৩ হাজার ৫শ’ ৫৫ জন, ব্রাহ্মণবাড়ীয়ার ২ হাজার ১শ’ ১ জন, চাঁদপুরের ১ হাজার ৭শ’ ৩৪ জন, সিলেটের ২ হাজার ৬শ’ ৩৮ জন, হবিগঞ্জের ১ হাজার ৬শ’ ১৯ জন, মৌলভীবাজারের ১ হাজার ৪শ’ ৮৯ জন, সুনামগঞ্জের ১ হাজার ৬শ’ ৮৯ জন, নোয়াখালীর ১ হাজার ৮শ’ ৯৩ জন, ফেনীর ১ হাজার ২শ’ ৪৫ জন ও লক্ষ্মীপুরের ১ হাজার ১শ’ ২ জন আলেম।

অন্যদিকে তিন নেতার মাজার গেট দিয়ে প্রবেশ করবেন ইসলামিক ফাউন্ডেশন, ধর্মবিষয়ক মন্ত্রলয়সহ অন্যান্য অফিসের দাওয়াত কার্ড পাওয়া বিশেষ অতিথিরা।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh