• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০১৭, ০৭:২৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার ভোর ৫টা ৫৮ মিনিটে রাষ্ট্রপতি ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর সময় বিউগলে বেজে ওঠে করুন সুর। ৩ বাহিনীর সুসজ্জিত দল গার্ড অব অনার দেন। এসময় ১ মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেয়ার আনুষ্ঠানিকতা। পরে সব ধরনের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ খুলে দেয়া হয়।

এদিকে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার রাত থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh