• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

'এপ্রিলেই এরশাদের নতুন জোট'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৭, ১৭:২৭

আসছে জাতীয় সংসদ নির্বাচনে জোট গড়েই অংশ নেবে জাতীয় পার্টি। এ নিয়ে হেফাজতে ইসলামসহ কমপক্ষে ২৫টি দলের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনা চলছে। এপ্রিলেই এরশাদের নেতৃত্বে নতুন জোট হবে। মাসের যেকোনো সময় এ জোট ঘোষণা করা হবে। বললেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল আমিন জানান, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন একটা চলমান প্রক্রিয়া, এটা সব সরকারের সময়েই আছে। একটি জনবহুল দেশে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সরকারকে এসব ব্যপারে সর্বাত্মক সচেতন থাকতে হবে।

সংবাদ সম্মেলনের আগে পার্টির প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বৈঠক করেন রুহুল আমিন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh