• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকের বাংলাদেশ ডেস্ক খোলার দাবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৭, ১৮:৪২

ফেসবুকের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশে পৃথক ডেস্ক খোলার দাবি জানানো হবে। সিঙ্গাপুরে ফেসবুকের সঙ্গে পরবর্তী বৈঠকে এ প্রস্তাব দেবে বাংলাদেশ। জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি।

তারানা বলেন, দেশভিত্তিক সংস্কৃতি অন্তর্ভূক্ত করে আলাদা ধারা সংযোজনেরও প্রস্তাব করা হবে। মৌলবাদ ও জঙ্গিবাদ উত্থানের একটি অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম। অনলাইনেই জঙ্গিবাদের বিস্তার হচ্ছে। এসব বিষয়ও আলোচনায় আসবে। একইসঙ্গে ভেরিফিকেশনের যে নীতি আছে, তা যেন কঠোরভাবে বাস্তবায়ন ও মনিটরিং করা হয়; তারও প্রস্তাব করা হবে।

তারানা হালিম বলেন, '২০১৪ ও ২০১৫ সালে ৬৪টি অভিযোগ করা হয়েছিল ফেসবুকের কাছে। তার মধ্যে ২৬ দশমিক ৪৭ শতাংশ সাড়া পাওয়া যায়। এরপর ২০১৫ ও ২০১৬ সালে এটা আরো বৃদ্ধি পেয়েছে। এ সময়ে ২০৩টি অভিযোগ করা হয়। এর মধ্যে ১১৪টি প্রস্তাবই গৃহীত হয়। চলতি বছরের মার্চে ৪৬টি অভিযোগ করে ৩৬টিতেই সাড়া পাওয়া গেছে, যা শতাংশের দিক দিয়ে ৭৯ শতাংশ।’

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh