• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি চোরাপথে ক্ষমতায় যেতে চায় না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৮

চোরাপথে নয়, বিএনপি জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চায়। সুষ্ঠু নির্বাচনে জাতীয়তাবাদীর শক্তির বিজয় হয় ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন তার প্রমাণ। বললেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত বিএনপিপন্থী নেতাদের তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, সরকারের সুষ্ঠু নির্বাচনের ইচ্ছা থাকলে এমন বিতর্কিত একজনকে প্রধান নির্বাচন কমিশনার করতো না। আসছে নির্বাচনেও বিজয়ী থেকে আওয়ামী লীগ ষড়যন্ত্র শুরু করেছে। আর এ কারণেই অযোগ্য বিতর্কিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।

তিনি আরো বলেন, ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ ও জনগণ। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ফের ক্ষমতায় যাবে।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার কয়েক বার গ্যাসের দাম বাড়িয়েছে। আবার বিদ্যুতের দাম বাড়নোর কথা বলছে। কিন্তু গ্যাস ও বিদ্যুতের কোনো উন্নয়ন হয়নি।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh