• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যে তিন প্রশ্নের উত্তর দেননি ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক

  ৩১ মার্চ ২০১৮, ১২:৪১

দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল টেম্পারিং চেষ্টার কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার তাদের দায়িত্ব হারিয়ে হয়েছেন ১ বছরের জন্য নিষিদ্ধ। আরেক ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রাফট নিষিদ্ধ হয়েছেন ৯ মাসের জন্য। সবার মধ্যে ওয়ার্নারের শাস্তিটাকে বলা হচ্ছে সুদূরপ্রসারী। কারণ তাকে আর কখনোই দলের অধিনায়কত্বের জন্য বিবেচনা করবে না সিএ। দুই সতীর্থ অস্ট্রেলিয়া এসে বিমানবন্দরে গণমাধ্যমের সামনে আসলেও ওয়ার্নার এসেছেন কিছুটা সময় পরে।

শনিবারের সংবাদ সম্মেলনে কি বলবেন তা আগে থেকেই প্রস্তুত করা ছিল। কিছু প্রশ্নের উত্তর দিলেও কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এই বাঁহাতি ওপেনারের কাছে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) এই সংবাদ সম্মেলনে নিজের আবেগ সামলানোর অনেক চেষ্টা করেও পারেননি ওয়ার্নার। এদিন তিনি স্বীকার করেছেন হয়ত অস্ট্রেলিয়ার হয়ে তার খেলা হবে না ভবিষ্যতে। পরিণতি জেনেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছেন। নিজের দায় স্বীকার করে সমর্থক, সিএ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এবং পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।