• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কী লেখা ছিল বিসিবিকে দেয়া সাকিবের চিঠিতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ মার্চ ২০২১, ১৭:০৭

সাকিব আল হাসানকে নিয়ে যেন বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব যা বলেন তার পুরোপুরি উল্টোটা শোনান বিসিবি কর্মকর্তারা। দেশ সেরা এই অল-রাউন্ডার আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইন্ডিইয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চেয়ে আবেদন করেছিলেন ক্রিকেট বোর্ড বরাবর।

আরও পড়ুন : যেভাবেই হোক, আমাকে ক্রিকেটে রাখুন: সাকিব


বিসিবি সাকিবের আবেদনে সাড়া দিয়ে ছুটি মঞ্জুর করে। তবে আইপিএলের সময়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর, এই সফরে রয়েছে ২টি টেস্ট। এ নিয়ে বেশ জলঘোলা হচ্ছে গত কদিন ধরে।
সাকিব দাবি করেন, ক্রিকেট অপারেশন্স আকরাম খান চিঠি না পড়েই সাকিবের টেস্ট খেলার অনিহার কথা বলে বেড়ান। তবে আকরাম খান বলছেন, ‘সাকিব বোর্ডকে চিঠি দিয়েছে। আমি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলে সেই চিঠি আমার কাছেও এসেছে। আর এত বড় একটা সিদ্ধান্ত, শুধু আমি কেন, বোর্ডের আরও দশজন সেই চিঠি পড়েছে।‘

আরও পড়ুন : ‘সাকিব এভাবে বলতে পারে না বোর্ডের বিপক্ষে’

তবে কী লেখা ছিল সেই চিঠিতে? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু গণমাধ্যমেও ভাসছে বিসিবিকে দেয়া চিঠিটি।

To

The C.E.O
Bangladesh Cricket Board
Mirpur, Dhaka

Subject: Requesting for permission to take part in IPL 2021.

Dear Sir,
With due respect I, Shakib Al Hasan, would like to state that we are scheduled to play T20 World Cup in India on the month of October 2021. This is a very important tournament for us. I believe taking part in the upcoming IPL will give me the best opportunity to prepare for this prestigious tournament. I understand that Bcb is planning to organise a tour in Sri Lanka at the same time when the IPL will take place.

In this circumstance, I would request you to allow me to participate in upcoming IPL and give me the best opportunity to prepare for the T20 World Cup.

Sincerely yours

Shakib Al Hasan
Cricketer
Bangladesh National Cricket Team

যা বাংলায় অনুবাদ করলে

বরাবর
প্রধান নির্বাহী
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
মিরপুর, ঢাকা।

বিষয়: আইপিএল ২০২১ এ খেলার অনুমতি চেয়ে আবেদন।

জনাব,
আমি সাকিব আল হাসান, বিনয়ের সঙ্গে জানাতে চাই, আমরা ২০২১ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব ভারতে। যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। তাই আমি বিশ্বাস করি, আসন্ন আইপিএলে অংশ নেওয়ায় আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতির সেরা সুযোগটাই দেবে। আমি জানি, আইপিএল চলাকালীন বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর রয়েছে।

সব কিছু বিবেচনায় নিয়ে আমাকে আসন্ন আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি।

ধন্যবাদান্তে,

সাকিব আল হাসান
ক্রিকেটার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
X
Fresh