• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আবারও ভোট গণনা বন্ধ করতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২০, ২২:৫১
Donald Trump
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন নির্বাচনে বেশিরভাগ অঙ্গরাজ্যের ফল প্রকাশিত হলেও কয়েকটি রাজ্যের ফলাফল ঘোষণা এখনো বাকি। এসব জায়গায় ভোট গণনা চলছে। তবে এ অবস্থায় আবারও গণনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি লেখেন,‘ভোট গণনা বন্ধ করুন।’ খবর সিএনএনের।

বিবিসি বলছে, ভোট গ্রহণ নিয়ে প্রতারণার অভিযোগ প্রমাণ করতে পারেননি ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

এর আগে বুধবারও তিনি ভোট গণনা বন্ধের আহ্বান জানান। ট্রাম্প নির্বাচনের ব্যাখ্যা দিয়ে বলেন, আমেরিকার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন টুইট বার্তায় বলেন, প্রতিটি ভোট অবশ্যই গণনা করতে হবে।

আরও পড়ুন:
হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে যুক্তরাষ্ট্রের নির্বাচন
নির্বাচন পরবর্তী ট্রাম্পের অভিযোগ গণতন্ত্রকে দুর্বল করবে: পর্যবেক্ষক
এক ভবনে ইবাদত করবে ইহুদি, মুসলিম ও খ্রিস্টান
এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনা শুরু
সুপ্রিম কোর্ট বারের ভোট গণনা বিকালে
সুপ্রিম কোর্ট বারের ভোট গণনায় বহিরাগতদের হামলা, আহত কয়েকজন
X
Fresh