• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে যুক্তরাষ্ট্রের নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২০, ২০:৫১

মার্কিন নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে অল্প ব্যবধানে এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত প্রায় ৯৬ শতাংশ ভোট গণনায় রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট (২৪ লাখ ৩১ হাজার ৭২৪ ভোট)। ডেমোক্রেটিক জো বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট (২৪ লাখ ১৩ হাজার ১৮৪ ভোট)। জর্জিয়ায় ১৬টি ইলেক্টোরাল কলেজ রয়েছে। এখানে জয়ী হলে ট্রাম্পের প্রাপ্তিতে যুক্ত হবে ২২৯টি ইলেক্টোরাল কলেজ। অবশ্য ইতিমধ্যে বাইডেন পেয়েছেন ২৫৩টি। খবর সিএনএনের।

ট্রাম্প এখনো কিছুটা এগিয়ে থাকলেও ১৬টি ইলেকটোরাল ভোট থাকা এ অঙ্গরাজ্যে জয়ের সম্ভাবনা দুই পক্ষেরই। ২০১৬ সালের নির্বাচনে এ রাজ্যে জিতেছিলেন ট্রাম্প। তবে এবার জয় পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে তার জন্য। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্যানুযায়ী, আর মাত্র ছয়টি ইলেকটোরাল ভোট পেলেই বিজয় নিশ্চিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের।

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
ফের ভোটের লড়াইয়ে উপস্থিত ট্রাম্প ও বাইডেন!
সাবেক কর্মীর কাছে হারলেন ট্রাম্প
X
Fresh