• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচন পরবর্তী ট্রাম্পের অভিযোগ গণতন্ত্রকে দুর্বল করবে: পর্যবেক্ষক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২০, ১৯:৫৫

যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) মনে করছে, নির্বাচন নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ গণতন্ত্রের ভিত দুর্বল করবে। সংগঠনটি বলছে, ট্রাম্পের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। খবর আল জাজিরার।

সংগঠনটি জানায়, নির্বাচন নিয়ে কারসাজির কোনো প্রমাণ নেই। কোভিডের প্রকোপ সত্ত্বেও পুরো ব্যবস্থাপনাই ছিলো প্রতিযোগিতামূলক।

পর্যবেক্ষক মিশনের প্রধান মাইকেল জর্জ বলেন, নির্বাচনের ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। তাই আমরা ওয়াশিংটনেই অবস্থান করবো। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ভোট গণনা শেষ হওয়া বাধ্যতামূলক। তবে প্রার্থীদের নির্বাচনী ব্যয় নিয়েও উদ্বেগ জানান পর্যবেক্ষক মিশনের সদস্যরা।

৩৯ টি দেশের মোট ১০২ জন পর্যবেক্ষকদের সমন্বয়ে গঠিত এ মিশন মার্কিন নির্বাচন পর্যবেক্ষণ করে।

আরও পড়ুন:
বাংলাদেশ থেকে চীন যেতে সাময়িক নিষেধাজ্ঞা
যুক্তরাজ্য ও বেলজিয়াম থেকে ভ্রমণে চীনের নিষেধাজ্ঞা
লন্ডনে ১২০০ মাইল জ্যাম

এমএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh