• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামের দুই সিনেমা হলে ‘যদি একদিন’ টিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৯, ২০:১৯

সারাদেশের মতো চট্টগ্রামের অন্যতম বড় দুটি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘যদি একদিন’। দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। এবার শিল্পী কলাকুশলীরা ঢাকার পর হাজির হন চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে।

বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী সিনেমা হল আলমাস-এ যায় টিম ‘যদি একদিন’। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা তাসকিন রহমান, শিশুশিল্পী আফরিন শিখা রাইসাসহ সংশ্লিষ্টরা।

এ সময় আ জ ম নাছির উদ্দিন বলেন, সুস্থ বিনোদনের কোনও বিকল্প নেই। আমার বিশ্বাস ‘যদি একদিন’ সিনেমাটি সুস্থ সুন্দর বিনোদনের খোরাক যোগাবে। সিনেমাটি দর্শকদের প্রত্যাশাপূরণ করবে।

--------------------------------------------------
আরো পড়ুন: দ্বিতীয় সপ্তাহে ৩৩ সিনেমা হলে ‘যদি একদিন’
--------------------------------------------------

সৈয়দ আশিক রহমান বলেন, সিনেমা হল মালিকরা বলছেন অনেকদিন পর আবার হৈচৈ শুরু হয়েছে। এরকম চলচ্চিত্র আসা উচিত। মানুষ আবারও হলমুখী হবে। ভালো চলচ্চিত্র যখন আসে মানুষ হলমুখী হয় আবার ফিরে যায়।

হল কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিনে বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে অনেকেই ছবি দেখতে এসেছেন। এখন আগামী শুক্রবার ও শনিবারের জন্য বিশেষ প্রস্তুতি নেয়া হচ্ছে। পর্যায়ক্রমে দর্শকের সংখ্যা বাড়ছে।

পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, যারা ছবিটি এখনও দেখেনি সিনেমা হলে এসে দেখুন। যারা দেখেননি তাদের বলুন। কেমন হয়েছে আমাদের জানাবেন। ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান।

তাসকিন রহমান বলেন, এখানে সিনেমাটি অনেক ভালোবাসা পেয়েছে। যারা এখনও দেখেননি হলে এসে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমাদের মতামত জানান। যেন আমরা ভবিষ্যতে আরও ভালো লাগবে।

এরপর বিকেলে চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেমা হল পরিদর্শন করে সংশ্লিষ্টরা।

গেল ৮ মার্চ সারাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘যদি একদিন’ সিনেমা। দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামীকাল শুক্রবার আরও ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে ‘যদি একদিন’ একযোগে ৩৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।

অভিনয় করেছেন তাহসান খান, শ্রাবন্তী, তাসকিন রহমান, সাবেরী আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।

‘যদি একদিন’ পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ।

আরো পড়ুন:

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh