• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয় সপ্তাহে ৩৩ সিনেমা হলে ‘যদি একদিন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৯, ১৮:১১

গেল ৮ মার্চ সারাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘যদি একদিন’ সিনেমা। প্রথম সপ্তাহে সিনেমাটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে আরও ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে তাহসান-শ্রাবন্তীর জুটির ‘যদি একদিন’ একযোগে ৩৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তাহসান খান, শ্রাবন্তী ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাবেরী আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।

‘যদি একদিন’ পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ।

এদিকে বাংলাদেশের পর বিশ্ববাজারে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘যদি একদিন’। আগামী ২২ মার্চ কানাডায় মুক্তি পাবে ছবিটি। জানা গেছে কানাডার পর অস্ট্রেলিয়া, আমেরিকাসহ আরও বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে ‘যদি একদিন’। কানাডায় ‘যদি একদিন’ পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো।

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, কমেছে শ্রমজীবীদের আয়
X
Fresh