• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দিনাজপুরে কয়লাখনির শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত

দিনাজপুর প্রতিনিধি

  ১৮ মে ২০১৮, ১৭:৫৩

দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কয়লাখনির শ্রমিকদের কর্মবিরতি ৬ষ্ঠ দিনের মতো শুক্রবারও অব্যাহত রয়েছে।

অন্যদিনের মতো এদিন শ্রমিকরা খনির গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এছাড়া তারা বন্ধ রেখেছেন কয়লা উত্তোলন।

তারা জানান, তাদের দাবি বাস্তবায়ন এবং মঙ্গলবারের ঘটনার মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তারা।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক(প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়া বলেন, শ্রমিকদের লাগাতার কর্মবিরতি ও প্রধান গেটে অবস্থান নেয়ায় খনি এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে বড়পুকুরিয়া কয়লা খনির প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী।

--------------------------------------------------------
আরও পড়ুন : সুখে-দুঃখে বাংলাদেশের পাশে থাকবে ভারত: হর্ষবর্ধন শ্রিংলা
--------------------------------------------------------

কর্মবিরতির নামে তারা গেটে অবস্থান নিয়ে খনির কর্মকর্তাদের ওপর হামলা করেছে। শিশুরা স্কুলেও যেতে পারছে না।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দীন আহাম্মদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সমস্যা সমাধানে কয়েকদিনের জন্য সময় চাওয়া হয়েছে। কিন্তু শ্রমিকরা আমাদের আহ্বানে সাড়া না দিয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা।

আউট সোর্সিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ, বকেয়া বেতন-ভাতা প্রদান ও প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে গত ১৩ মে থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা।

এই কর্মসূচি চলাকালে গত মঙ্গলবার খনির গেটে কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। এতে খনির প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের দাবি, তারা কাউকে অবরুদ্ধ করেননি।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন
মাশরুম চাষ করে স্বাবলম্বী শাপলা আক্তার
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার 
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
X
Fresh