• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৮ মে ২০১৮, ১৪:৫৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

গেল কয়েক দিনের ভয়াবহ যানজট বৃহস্পতিবার বিকেল থেকে স্বাভাবিক হয়েছে। ফলে যাত্রী সাধারণের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত কোথাও যানজট না থাকার কথা জানিয়েছে যাত্রী ও চালকরা।

যানজট নিরসনে জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা কাজ করেছেন এবং পুলিশ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, গতকাল থেকেই মহাসড়কে যানজটের অবস্থা উন্নতির দিকে। জট থাকলেও যানবাহনগুলো থেমে থেমে ঢাকার দিকে যাচ্ছিল। মেঘনা-গোমতী সেতুটি ঢালু হওয়ায় পণ্যবাহী গাড়ি দ্রুত পার হতে পারে না। যে কারণে যানজটের সৃষ্টি হয়।

এছাড়া ধীর গতিতে টোল আদায় ও চারলেনের মহাসড়ক থেকে দুই লেনের সেতু পার হতে গিয়েও এই সমস্যার সৃষ্টি হয়। অন্যদিকে রমজানকে সামনে রেখে মহাসড়কে বাড়তি যানবাহনের চাপও রয়েছে।

দাউদকান্দিতে দ্বিতীয় মেঘনা-গোমতি সেতু, মুন্সীগঞ্জে দ্বিতীয় মেঘনা সেতু ও নারায়ণগঞ্জে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ চলার কারণেও এই যানজটের সৃষ্টি হয়ে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আরটিভি অনলাইনকে জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সকল কর্মকর্তা ও সদস্য রাস্তায় কাজ করছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
X
Fresh