• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আত্রাইয়ে মাঠ থেকে নবজাতক উদ্ধার

নওগাঁ সংবাদদাতা

  ১৮ মে ২০১৮, ১৫:১৯

নওগাঁর আত্রাই উপজেলার একটি মাঠ থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার নবজাতককে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

গেল মঙ্গলবার উপজেলার তুলশিক্ষেত্র মাঠ থেকে ওই নবজাতককে উদ্ধার করেন জোসনা বেওয়া (৫২) নামে এক বিধবা নারী।

জানা যায়, উপজেলার মহাদিঘী গ্রামের জোসনা বেওয়া রাজশাহীর মোহনপুর থেকে আত্রাইয়ে আসার পথে তুলশিক্ষেত্র মাঠে একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। শিশুটি কান্না করছিল। আশপাশে কেউ না থাকায় কাছে গিয়ে নবজাতকটি উঠিয়ে বাড়িতে নিয়ে আসেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : সুখে-দুঃখে বাংলাদেশের পাশে থাকবে ভারত: হর্ষবর্ধন শ্রিংলা
--------------------------------------------------------

এদিকে বিষয়টি জানাজানি হলে গন্ডগোহালি গ্রামের নিঃসন্তান রবিউল ইসলাম নবজাতক শিশুকে দত্তক নিতে চান এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেন।

পরে চেয়ারম্যান বিষয়টি আত্রাই থানা পুলিশকে অবগত করেন। থানা পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, নবজাতকটির এখনও কোনো অভিভাবকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানতে আমরা বিভিন্ন স্থানে ইতোমধ্যে খবর পাঠিয়েছি।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকিট ছাড়া পার্কে ৫ শিশু, কান ধরে দাঁড় করিয়ে রাখলেন ইউএনও
রাজধানীতে বাবার চড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
রাজশাহীতে গরমে বাড়ছে ডায়রিয়া রোগী, বেশির ভাগই শিশু
গরমে বাড়ছে জ্বর-ডায়রিয়া, অসুস্থদের অধিকাংশই শিশু
X
Fresh