• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: খাদ্যমন্ত্রী

সাভার প্রতিনিধি

  ২৪ মার্চ ২০১৮, ১৫:৫৩

বাংলাদেশে আর কখনও যেন দুর্নীতিবাজরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বললেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার সকালে সাভারের আমিনবাজারে মিরপুর মফিদ-ই আম স্কুল অ্যান্ড কলেজের ছয় তলাবিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, দুর্নীতিবাজরা সমাজ ও দেশের শত্রু। তাদের সমাজে কোনো স্থান নেই। এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশের সঠিক চিত্র এই রিপোর্টে প্রতিফলিত হয়নি: হানিফ
--------------------------------------------------------

বাংলাদেশে সকল অপকর্মের পেছনে মাদকের হাত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গত কয়েক বছর আগে আমিনবাজারে ছয় ছাত্র খুনের ঘটনায় মাদকের হাত রয়েছে। তারা মাদক সেবন করতে গিয়ে খুন হয়েছে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে।

কামরুল বলেন, বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিএনপির যেকোনো অবৈধ আন্দোলন রুখে দিতে হবে।

এসময় মন্ত্রী মিরপুর মফিদ-ই আম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অকিল খন্দকার, মিরপুর মফিদ-ই আম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বঙ্গবন্ধু কন্যা নারীদের অগ্রযাত্রার পরিবেশ তৈরি করে দিয়েছেন’
‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকদের ওপর প্রভাব পড়বে না’
‘জয় বাংলা স্লোগান’ মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা : খাদ্যমন্ত্রী
রমজানে ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হবে : খাদ্যমন্ত্রী
X
Fresh