• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দেশে ফিরল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ আগস্ট ২০১৯, ১৪:৪৭
BANGLADESH
ছবি- সংগৃহীত

হোয়াইটওয়াশের লজ্জা আর টানা হারের দীর্ঘশ্বাস নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর বিশ্বকাপ, এরপর সপ্তাহ খানিক দেশে থাকার পরই আবার পাড়ি দিতে হয় শ্রীলঙ্কায়।

সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যায় বাংলাদেশ দল। এই দলে ছিলেন না বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

শেষ মুহূর্তে চোটে পড়ায় দল থেকে ছিটকে যান মাশরাফি। সাকিব যাননি ব্যক্তিগত কারণে। তাই দলের ভার উঠে তামিম ইকবালের ওপর।

১৬ সদস্যের দল নিয়ে শ্রীলঙ্কায় গেলেও অধিনায়ক তামিমের দুর্বিষহ একটা সিরিজ কেটেছে শ্রীলঙ্কায়। ব্যাট হাতে কিংবা সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হন দেশ সেরা ওপেনার। তামিম একা নন, বাকিরাও দিতে পারেননি নিজেদের সেরাটা।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সময় ৮টা ১৫ মিনিটের ফ্লাইটে শ্রীলঙ্কা ছাড়ার কথা থাকলেও গোলযোগের কারণে ফ্লাইট বিলম্ব হয় তামিমদের। যে কারণে সকাল ১০টা ৪৫ এর ফ্লাইট ধরতে হয় বাংলাদেশ দলকে।

ফ্লাইট বিলম্ব হওয়ায় এক ঘণ্টা পিছিয়ে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ দল।

আরও পড়ুন

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এর পাঠক প্রিয়
X
Fresh